দাবি বাস্তবায়নের আশ্বাসে ১৬ ঘণ্টা পর সুনামগঞ্জে বাস চলাচল স্বাভাবিক

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৫:২৪
-68907c694aea3.jpg)
ছবি : বাংলাদেশের খবর
তিন দফা দাবির প্রেক্ষিতে ডাকা কর্মবিরতি ১৬ ঘণ্টা পর প্রত্যাহার করেছেন সুনামগঞ্জের পরিবহন শ্রমিক ও মালিকরা।
সোমবার (৪ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবহন মালিক-শ্রমিক সংগঠন ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) প্রশাসনের যৌথ বৈঠকে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়। এরপরই তারা কর্মবিরতি প্রত্যাহার করে।
জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির বলেন, ‘প্রশাসনের আশ্বাসে আমরা কর্মবিরতি প্রত্যাহার করেছি।’
এর আগে রোববার সুবিপ্রবির এক শিক্ষার্থীর সঙ্গে বাসচালকের বিরোধকে কেন্দ্র করে পরিবহন মালিক ও শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখেন।
এআরএস