Logo

সারাদেশ

নারীর সঙ্গে ছবি ভাইরাল, লালমনিরহাট কালচারাল কর্মকর্তা ‘লাপাত্তা’

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৫:২৯

নারীর সঙ্গে ছবি ভাইরাল, লালমনিরহাট কালচারাল কর্মকর্তা ‘লাপাত্তা’

ছবি : সংগৃহীত

লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা হাসানুর রশিদ মাকসুদের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা। ছবিতে তাকে এক অজ্ঞাত নারীর সঙ্গে একটি কক্ষে অবস্থান করতে দেখা গেছে।

ছবিটি ভাইরাল হয় রোববা (৩ আগস্ট) সন্ধ্যার পর থেকে। এরপর থেকেই হাসানুর রশিদ মাকসুদ অফিস থেকে ছুটি নিয়ে নিরুদ্দেশ রয়েছেন বলে জানিয়েছে একাডেমি সূত্র।

রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে দেখা যায়, কর্মকর্তার কক্ষে তার স্ত্রী অবস্থান করছেন। তিনি জানান, দুই-তিন দিন ধরে স্বামীর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। পারিবারিক কিছু সমস্যা চলছিল, তারপর থেকেই তিনি ফোন বন্ধ করে রেখেছেন।

একাডেমির সহকারী কাম কম্পিউটার অপারেটর রনি পারভেজ বলেন, ‘শুক্রবার ও শনিবার একাডেমি বন্ধ ছিল। রোববার ছুটির দরখাস্তটি জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিয়েছি। কর্মকর্তার অনুপস্থিতির কারণ সম্পর্কে আমার কিছু জানা নেই।’

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাসানুর রশিদ মাকসুদ চিকিৎসাজনিত কারণে ১১ দিনের নৈমিত্তিক ছুটির আবেদন করেছেন। 

এ বিষয়ে হাসানুর রশিদ মাকসুদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, ‘ছুটির আবেদন পেয়েছি, কিন্তু এখনো অনুমোদন দেওয়া হয়নি। কেউ যদি এ বিষয়ে অভিযোগ করতে চায়, তাহলে থানায় অভিযোগ করাই ভালো হবে।’

  • রাহেবুল ইসলাম টিটুল/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অপরাধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর