কলাপাড়ায় পরিবারকে অচেতন করে স্বর্ণ ও নগদ টাকা লুট

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৫:৩০
-68907da0c3ad3.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পটুয়াখালীর কলাপাড়ায় একটি বাড়িতে চেতনা নাশক স্প্রে করে তিন ভরি স্বর্ণালঙ্কার ও দুই লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা।
রোববার গভীর রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের চার সদস্য বর্তমানে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ভুক্তভোগী সহিদুল ইসলাম মিরা বলেন, ‘রাতে খেয়ে সবাই ঘুমিয়ে পড়ি। সকালে অনেক বেলা পর্যন্ত ঘুম না ভাঙায় সন্দেহ হয়। পরে জেগে দেখি ঘরের আসবাবপত্র এলোমেলো, গেট ভাঙা, এবং আলমারি থেকে গরু কেনার জন্য রাখা টাকা ও স্বর্ণালঙ্কার চুরি হয়ে গেছে।’
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরির রহস্য উদঘাটনে তদন্ত চলছে। দুষ্কৃতকারীদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
এআরএস