গড়াই খননে ব্যর্থতা, হুমকিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চল

আকরামুজ্জামান আরিফ, কুষ্টিয়া
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৫:৩৪
-68907ea51bd62.jpg)
ছবি : বাংলাদেশের খবর
দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনার অভাবে বারবার ব্যর্থ হচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ গড়াই নদী পুনরুদ্ধার প্রকল্প। এক সময়ের প্রবাহমান পদ্মার শাখা নদীটি বর্তমানে রূপ নিয়েছে মরা খালে।
দীর্ঘ সাত বছর ধরে খনন প্রকল্প চললেও কাঙ্ক্ষিত সুফল মেলেনি। শুষ্ক মৌসুমে নদীর বুকে জেগে উঠছে বিশাল বালুচর। যা হুমকির মুখে ফেলেছে সুন্দরবনের মিঠা পানির ভারসাম্য, কৃষি, জীববৈচিত্র্য ও পানির স্তর।
গড়াই পুনরুদ্ধারে ১৯৯৭ সাল থেকে শুরু করে ২০২৫ পর্যন্ত বিভিন্ন সময়ে চারটি প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ২ হাজার ২শ কোটি টাকা। বর্তমান প্রকল্পে ৫৯০ কোটি টাকায় চলছে চার বছর মেয়াদি খনন কার্যক্রম। তবে বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
ড্রেজিং করে উত্তোলিত সিলকোট নদীতেই ফেলে রাখায় অনেক জায়গায় পুনরায় ভরাট হয়েছে। নদীর তীরে ১২ কোটি টাকার সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন হলেও কাঙ্ক্ষিত প্রভাব পড়েনি।
পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রকল্পের মূল লক্ষ্য পূরণ হয়েছে। তবে প্রতিবছর সিলকোট অপসারণ না করলে নাব্যতা রক্ষা সম্ভব নয়। অন্যদিকে, স্থানীয়দের দাবি, পানির স্তর কমে যাওয়ায় হাজার হাজার নলকূপ অকেজো হয়ে পড়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, টেকসই পরিকল্পনা, রাজনৈতিক সদিচ্ছা, দুর্নীতিমুক্ত বাস্তবায়ন এবং পদ্মার সঙ্গে গড়াইয়ের সংযুক্তি নিশ্চিত করলেই কেবল নদীটি বাঁচানো সম্ভব।
এআরএস