-6890817b3dd64.jpg)
ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির পটুয়াখালী জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন দলের চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।
রোববার দিবাগত রাতে অনুমোদিত কমিটিতে মো. শামসুদ্দোহা শাওনকে আহ্বায়ক এবং আব্দুল্লাহ আল নাহিয়ান রুমীকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটিতে ৫১ জন সদস্য রয়েছেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইদুর রহমান, জুলফিকার হাসান আসিফ এবং মো. রেজাউল করিম। যুগ্ম আহ্বায়ক হয়েছেন এমএ ওয়ারেজ, ডা. সাইফুল আরেফিন, মো. হাসিবুল হাসান হাসিবসহ আরও অনেকে।
নবনির্বাচিত নেতারা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অন্যদিকে দলীয় নেতাকর্মীরা তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এআরএস