Logo

সারাদেশ

নব মাস্টারের ৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৫:৫৪

নব মাস্টারের ৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত

ছবি : বাংলাদেশের খবর

মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়নের ঘোনা গ্রামের প্রয়াত আলতাফ উদ্দিন আহাম্মেদ। যিনি নব মাস্টার নামে পরিচিত ছিলেন। তাঁর ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ আগস্ট) মাগরিবের নামাজের পর মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ জামে মসজিদে এ আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ আব্দুল আওয়াল।

মাহফিলে অংশ নেন নব মাস্টারের বড় ছেলে ব্যবসায়ী হাজী ফারুক আহমেদ, মেজো ছেলে সাংবাদিক ফেরদৌস আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা।

আলতাফ উদ্দিন আহাম্মেদ ছিলেন গরিব ও অসহায় শিক্ষার্থীদের প্রিয় শিক্ষক। তিনি বহু শিক্ষার্থীকে বিনামূল্যে পাঠদান করিয়েছেন।

ফেরদৌস আহমেদ জানান, ‘আমার বাবা কারও টাকার অভাবে পড়ালেখা বন্ধ হতে দেননি। বাচ্চাদের তিনি খুব ভালোবাসতেন।’

তিনি বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলেন। মাত্র ৫০ টাকা বেতনে শিক্ষকতা শুরু করে ৫হাজার ৫০০ টাকা বেতনে অবসর নেন। ১৯৮৮ সালের ৩ আগস্ট বার্ধক্যজনিত কারণে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মৃত্যুবরণ করেন।

নব মাস্টারের পরিবার মানিকগঞ্জের ঐতিহ্যবাহী মুন্সি বাড়ির বাসিন্দা। কলকাতায় ছিল পূর্বপুরুষদের ব্যবসা। তিনি পাঁচ সন্তানের জনক—তিন ছেলে ও দুই মেয়ে। এলাকার মানুষ এখনও তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ‘নব মিঞা’ বা ‘নব মাস্টার’ নামে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর