Logo

সারাদেশ

টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে র‌্যাবের হাতে পলাতক স্বামী গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৫:৫৮

টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে র‌্যাবের হাতে পলাতক স্বামী গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রী কাকুলি আক্তারকে ছুরি দিয়ে হত্যার ঘটনায় পলাতক স্বামী মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৪ আগস্ট) দুপুরে র‍্যাব-১৪ এর ৩ নম্বর কোম্পানির কমান্ডার কাওছার বাঁধন জানান, রোববার সকালে সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

মেহেদী গজারিয়া ইউনিয়নের ইছাদীঘি গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে জেলখানা মোড়ে একটি ভাড়া বাসায় থাকতেন।

র‍্যাব জানায়, হত্যার ১০ ঘণ্টা পর তথ্যপ্রযুক্তির সহায়তায় মেহেদীকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সখীপুর থানার ওসি আবুল কালাম ভূঞা বলেন, মেহেদী দোষ স্বীকার না করলে রিমান্ড চাওয়া হবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর