দুই চিকিৎসক দিয়ে চলছে ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স

বান্দরবান (লামা) প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৬:০৬
-(23)-6890861e36289.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্স সংকট চরম আকার ধারণ করেছে। ৫০ শয্যার এই হাসপাতালটিতে কর্মরত রয়েছেন মাত্র ২ জন চিকিৎসক ও ৮ জন নার্স। এতে প্রায় দুই লাখ মানুষের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসক পদের সংখ্যা ২২টি হলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র দুজন। নার্সের পদের সংখ্যা ৩২ হলেও রয়েছেন মাত্র ৮ জন। কনসালটেন্ট ৬ জন, মেডিকেল অফিসার ১২ জন এবং উপসহকারী মেডিকেল অফিসার ৪ জনের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৩ জন।
অ্যাম্বুলেন্স সংকটও রয়েছে চরম। দুটি অ্যাম্বুলেন্সের মধ্যে একটি এক যুগ ধরে অচল, অন্যটি ব্যবহারের অযোগ্য অবস্থায় চলছে। সাম্প্রতিক বন্যায় হাসপাতালের আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, এক্সরে মেশিনসহ ল্যাবের বিভিন্ন যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। নেই বিদ্যুৎব্যবস্থার বিকল্প কোনো জেনারেটর, ফলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও থমকে গেছে।
উপজেলার সাতটি ইউনিয়ন থেকে প্রতিদিন বহু রোগী চিকিৎসার জন্য আসেন এই হাসপাতালে। ইউনিয়ন পর্যায়ের হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসক ও নার্স না থাকায় দরিদ্র রোগীদের ভরসা একমাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু এখানেও তারা পাচ্ছেন না প্রয়োজনীয় সেবা। বাধ্য হয়েই অনেকে পাশের চকরিয়া উপজেলায় গিয়ে চিকিৎসা নিচ্ছেন, যা তাদের জন্য আর্থিকভাবে কষ্টসাধ্য। অনেক রোগী সঠিক চিকিৎসার অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন, কেউ কেউ মৃত্যুর মুখে পড়ছেন।
এ বিষয়ে লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম বলেন, ‘প্রতিদিন গড়ে ৩৫০ থেকে ৪০০ জন রোগী আমাদের এখানে চিকিৎসা নিতে আসেন। ভর্তি থাকেন ৫০ থেকে ৬০ জন। জনবল সংকট খুবই প্রকট। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে, দ্রুত সমাধানের আশ্বাসও পাওয়া গেছে।’
এ বিষয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, ‘লামা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে হাসপাতালের সব সমস্যার তালিকা দিতে বলা হয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
- বেলাল আহমদ/এমআই