রূপগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মতিন চৌধুরীর শাহাদতবার্ষিকী পালিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৬:২৪
-68908a4db867f.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং রূপগঞ্জের চারবারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৩তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সকালে রূপগঞ্জ উপজেলার বিরাবোতে তার কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন এবং সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নাছির উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা মাহাবুবুর রহমান মাহবুব, কাঞ্চন পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খাঁন এবং যুবদল-ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, আব্দুল মতিন চৌধুরী ছিলেন একজন সাহসী, মানবিক ও দূরদর্শী নেতা। তার রাজনৈতিক আদর্শ আজো কর্মীদের অনুপ্রেরণা জোগায়। তিনি আধুনিক রূপগঞ্জ গড়ার রূপকার ছিলেন।
উল্লেখ্য, ১৯৪৪ সালে জন্ম নেওয়া মতিন চৌধুরী ২০১২ সালের ৪ আগস্ট ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে চারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্বরাষ্ট্র, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
এন বি আকাশ/এআরএস