ব্যস্ত সময় পার করছেন পাহাড়ের কৃষাণ-কৃষাণীরা

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৬:২৭
-(24)-68908b1e2f0c8.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পাহাড়ি ঢলে সৃষ্টি হওয়া বন্যার পানি নেমে যাওয়ায় খাগড়াছড়িতে ফের চাঙ্গা হয়ে উঠেছে আমন ধানের চাষাবাদ। জমিতে এখন চারা রোপণের ব্যস্ততা দেখা যাচ্ছে কৃষকদের মধ্যে। সদরের পানখাইয়া পাড়া, নিউজিল্যান্ড এলাকা, গোলাবাড়ি ঠাকুরছড়া, কমলছড়ি, প্যারাছড়া-এসব অঞ্চলের প্রতিটি বিলে পুরোদমে চলছে আমনের চারা রোপণের কাজ।
বন্যায় অনেক কৃষকের বীজতলা নষ্ট হয়ে গেলেও কেউ কেউ পার্শ্ববর্তী এলাকার কৃষকদের কাছ থেকে চারা কিনে নিয়ে জমিতে রোপণ করছেন। শ্রাবণের বৃষ্টির মধ্যেই জমিতে নেমে পড়েছেন কৃষকরা।
সদরের পানখাইয়া পাড়ার কৃষক ক্যজাই মারমা বলেন, ‘আমি এবার ৮০ শতক জমিতে আমনের চারা রোপণ করছি। বন্যায় বীজতলা তলিয়ে গিয়েছিল, তবে সৌভাগ্যক্রমে পানি দ্রুত নেমে যাওয়ায় তা নষ্ট হয়নি। আশা করছি, এবার ভালো ফলন হবে।’
একই এলাকার কৃষক আসলাম হোসেন বলেন, ‘বন্যায় আমাদের অনেক জমি পানিতে ডুবে গিয়েছিল। এখন পানি নেমে যাওয়ায় চারা রোপণে ব্যস্ত হয়ে পড়েছি। যদি সরকারিভাবে কিছু সহায়তা পাওয়া যেত, তাহলে আমাদের জন্য বড় সহায়তা হতো।’
খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত ৪ হাজার ৩৯৫ হেক্টর জমিতে আমনের চারা রোপণের কাজ শেষ হয়েছে। চলতি মৌসুমে জেলার আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৯ হাজার ৫০ হেক্টর।
এ বিষয়ে খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাব্বি হাসান বলেন, ‘বন্যায় অনেক বীজতলা ও গ্রীষ্মকালীন শাকসবজির ক্ষতি হয়েছে। তবে এখন পানি নেমে যাওয়ায় কৃষকরা জমিতে আমনের চারা রোপণে ব্যস্ত। কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠে থেকে কৃষকদের সহযোগিতা করছেন।’
- ছোটন বিশ্বাস/এমআই