টাঙ্গাইলে বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ভুয়া : দাবি নাগরিক সমাজের

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৬:৩৫
-68908cdecdcd6.jpg)
ছবি : বাংলাদেশের খবর
টাঙ্গাইলে চাঁদাবাজির মামলায় শহর বিএনপির তিন নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বৃহত্তর সন্তোষের প্রতিবাদী ও শান্তিকামী নাগরিক সমাজ।
সোমবার (০৪ আগস্ট) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, গ্রেপ্তার জুবায়ের হোসেন, গোলাম রাব্বানী ও শাহ আলম দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ‘চাঁদাবাজির অভিযোগে তাদের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’
তারা দাবি করেন, মামলার তদন্ত কর্মকর্তা শুরুতে গ্রেপ্তার হওয়া দুই জনকে ‘নির্যাতনের মাধ্যমে’ বিএনপি নেতাদের নাম বলাতে বাধ্য করেন। গ্রেপ্তার হওয়া নেতাদের পরিবার সদস্যদের খাবার দিতে পুলিশ প্রথমে বাধা দেয় বলেও অভিযোগ ওঠে।
মানববন্ধন শেষে নাগরিক সমাজ সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘ষড়যন্ত্রকারীদের’ বিচার ও গ্রেপ্তার তিন নেতার মুক্তি দাবি করে।
এর আগে বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল পৌর এলাকার সন্তোষে মাছ ব্যবসায়ী আজাহারুল ইসলামের কর্মচারীর মাধ্যমে অজ্ঞাত একজন পাঁচ লাখ টাকা চেয়ে একটি চিঠি পাঠান। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ তদন্ত শুরু করে।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মো. আবদুল্লাহ আল মামুন ও সাব্বির মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যে শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক জুবায়ের, ধর্মবিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী এবং ওয়ার্ড সাধারণ সম্পাদক শাহ আলমকেও গ্রেপ্তার করা হয়।
পরে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ওই তিন নেতাকে দল থেকে বহিষ্কার করেন।
এআরএস