গতিরোধকের দাবিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ

বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৬:৩৯
-68908df4cdd68.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বরিশাল নগরীর সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার সামনে গতিরোধক স্থাপনের দাবিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (৪ আগস্ট) দুপুরে সাধারণ শিক্ষার্থীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এ কর্মসূচি পালন করেন।
তাদের অভিযোগ, ‘মাদ্রাসার সামনে দিয়ে প্রতিনিয়ত দূরপাল্লার ও নগর এলাকার যানবাহন চলাচল করে। এই ব্যস্ত সড়কটি পার হয়ে শিক্ষক-শিক্ষার্থীরা যাতায়াত করেন। এর ফলে প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয়। সম্প্রতি আমাদের এক শিক্ষিকা মহাসড়ক পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন, তার একটি পা ভেঙে যায়।’
এ ঘটনার পর গতিরোধক স্থাপনসহ প্রশাসনের কাছে দাবি জানানো হলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছেন বলে জানান শিক্ষার্থীরা।
অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট তৈরি হয়। পাশাপাশি নগরীর অন্যান্য সড়কেও যান চলাচলে প্রভাব পড়ে। তবে দুপুর দেড়টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এআরএস