Logo

সারাদেশ

ফেনীতে গণহত্যা : ৭ হত্যাসহ ২২ মামলার রাঘববোয়ালই অধরা

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৬:৫০

ফেনীতে গণহত্যা : ৭ হত্যাসহ ২২ মামলার রাঘববোয়ালই অধরা

ছবি : সংগৃহীত

স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগ দাবিতে বিগত ৪ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে ফেনীর মহিপাল এলাকায় সংঘটিত হামলায় সাত জন নিহত ও একশতাধিক আহত হয়েছেন। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হামলাকারীদের বিরুদ্ধে ২২টি মামলা হয়েছে, যেগুলোতে মোট ৬ হাজার ১৯৯ জন আসামি রয়েছে-তাদের মধ্যে প্রায় সকলেই এখনও ধরাছোঁয়ার বাইরে।

নিহতরা হলেন- ফুলগাজীর ইশতিয়াক আহম্মেদ শ্রাবণ, দাগনভুঞার সারওয়ার জাহান মাসুদ, সোনাগাজীর মাহবুবুল হাসান মাসুম, জাকির হোসেন শাকিব, ফেনী সদরের সাইদুল ইসলাম, ওয়াকিল আহম্মেদ শিহাব ও পৌর এলাকার মো. সবুজ।

আহত ও হত্যাচেষ্টার শিকার: অন্তত ১৫০ জন, যার মধ্যে দাগনভুঞা, ফেনী সদর, সোনাগাজী ও কুমিল্লা থেকে ছাত্র-জনতা ছিলেন।

ফেনী জেনারেল হাসপাতালে বাঁধভাঙা আমবৃষ্টির মতো, ভিড় হয় গুলিবিদ্ধ আহত ছাত্র-জনতায়। সিনিয়র স্টাফ নার্স মো. তরিকুজ্জামান বলেন, “যমুনা রক্তে ভয়াবহ দৃশ্য, রোগী ও মৃতদেহে ভর্তি জরুরি বিভাগ; ছিলেন সিনিয়র ডাক্তার, নার্সসহ সবার সম্মিলিত প্রচেষ্টা।” মেডিকেল অফিসার নাজমুল হক সাম্মি যোগ করেন, “একটার পর একটা প্রচন্ড অবস্থার রোগী আসছিল, আমাদের কক্ষপথে দাঁড়ানোর জায়গা ছিল না।”

ফেনী জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ৭টি হত্যা ও ১৫টি হত্যাচেষ্টা মামলায় এখন পর্যন্ত ১ হাজার ১১৯ জন গ্রেপ্তার, যাদের মধ্যে ১১ জন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন; চার্জশিট দেওয়া হয়েছে কাউকে। অপরদিকে প্রায় ৬ হাজার আসামি এখনও অধরা। মামলায় সাবেক সংসদ সদস্য নিজাম হাজারী, আলাউদ্দিন আহমেদ নাসিম, মাসুদ উদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতাকর্মীরা আসামি।

শহীদ শ্রাবণের পিতা নেছার আহম্মদ বলেন, ‘আমাদের সন্তানদের হত্যাযজ্ঞের বিচার না হলে তবল সুপারিশ ছাড়া আমাদের কোনো স্বস্তি নেই। কোটি কোটি টাকা বা অট্টালিকা নয়, শুধু বিচার চাই।’

আইনজীবী মেজবা উদ্দিন ভুঞা বলেন, ‘সিসি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বিবৃতিতে দেখা যায় হামলাকারীরা আওয়ামী লীগের নেতাকর্মী। কিন্তু ৬ ১৯৯ আসামি এখনও আটক হয়নি।’

ফেনী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ‘গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার আসামি, একের বেশি মোকদ্দমায় চার্জশিট দেওয়া হয়েছে এবং গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

  • এম. এমরান পাটোয়ারী/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান হত্যা / খুন মামলা আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর