Logo

সারাদেশ

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং

বেতন ছাড়া ১৩ মাস, এরপর চাকরি হারাল ৩০ কর্মচারী

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৬:৫০

বেতন ছাড়া ১৩ মাস, এরপর চাকরি হারাল ৩০ কর্মচারী

ছবি : বাংলাদেশের খবর

খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ পাওয়া কর্মচারীদের চাকরিচ্যুতির প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। চাকরিতে পুনর্বহাল ও ১৩ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানান তারা।

সোমবার (৪ আগস্ট) সকালে হাসপাতালের সামনে এ কর্মসূচি পালিত হয়।

এতে অংশ নিয়ে বক্তারা বলেন, ‘আমরা ৩০ জন আউটসোর্সিং কর্মচারী দীর্ঘদিন ধরে কোনো বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছি। তার ওপর সম্প্রতি খুলনার সিভিল সার্জনের চিঠির মাধ্যমে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। এখন হাসপাতাল থেকেও আমাদের বের করে দেওয়া হয়েছে।’

তারা বলেন, ‘১৩ মাসের বেতন পাওনা থাকা সত্ত্বেও আমাদের এমনভাবে চাকরি থেকে বাদ দেওয়া অন্যায়। আমাদের পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে।’

মানববন্ধনে বক্তব্য রাখেন আউটসোর্সিং কর্মী মো. মাহবুবুর রহমান, মো. মাসুদুর রহমান, মো. আলিমুজ্জামান টুটুল, মো. আব্দুল কাদের, মো. আশিকুজ্জামান, মো. আ. রউফ, আহমেদ মুর্তেজা, আয়েশা খাতুন ও খাদিজা খাতুন প্রমুখ।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর