মুন্সীগঞ্জে ‘রক্তাক্ত মুন্সীগঞ্জ দিবস’ পালিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৬:৫৬
-689091de5e99f.jpg)
ছবি : বাংলাদেশের খবর
২০২৪ সালের ৪ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘রক্তাক্ত মুন্সীগঞ্জ দিবস’ পালিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সকাল ৯টায় মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর কবরস্থানে শহীদদের কবর জেয়ারত ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।
দোয়া অনুষ্ঠানে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ূন রশিদ, জেলা ও দায়রা জজ আদালতের ভিপি অ্যাডভোকেট তোতা মিয়া, পিপি অ্যাডভোকেট হালিম হোসেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি গোলজার হোসেনসহ শহীদ পরিবারের সদস্য, আন্দোলনে আহতরা, প্রশাসনের কর্মকর্তা এবং সাংবাদিকরা অংশ নেন।
এআরএস