মুন্সীগঞ্জে ‘রক্তাক্ত ৪ আগস্ট’ স্মরণে শোক ও বৃক্ষরোপণ কর্মসূচি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৭:০২
-68909333c400e.jpg)
ছবি : বাংলাদেশের খবর
২০২৪ সালের ৪ আগস্ট সংঘটিত গণআন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে স্মরণসভা, র্যালি, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘জুলাই মঞ্চ’, মুন্সীগঞ্জ জেলা শাখা ও সর্বস্তরের মানুষ।
সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় শহরের সুপার মার্কেট কৃষি ব্যাংক শাখার সামনে কর্মসূচি শুরু হয়। গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও শহীদদের আত্মত্যাগ স্মরণে আয়োজিত এই আয়োজন পরিণত হয় একটি সংক্ষিপ্ত সমাবেশে।
পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ করা হয়।
জুলাই মঞ্চের আহ্বায়ক রায়হান রাব্বির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষক সিরাজুল ইসলাম, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার হোসেন, সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট তোতা মিয়া, পিপি অ্যাডভোকেট হালিম হোসেনসহ জুলাই মঞ্চের নেতারা।
তারা বলেন, ‘২০২৪ সালের ৪ আগস্ট গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে যে আন্দোলন গড়ে উঠেছিল, তা দেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। শহীদদের ত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা।’