কালীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের চুরি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৭:৫৮
-(29)-6890a04d54a88.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আজমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের চুরির ঘটনা ঘটেছে। এবার চোরেরা বিদ্যালয়ের পুরোনো ভবনের একটি স্টিলের জানালা খুলে নিয়ে গেছে। এর ফলে বিদ্যালয়টির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মাঝে।
বিদ্যালয় সূত্র জানায়, শনিবার (২ আগস্ট) রাতে বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী মো. আমানউল্লাহ নতুন ভবনে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে হঠাৎ শব্দে জেগে উঠে বাইরে বের হয়ে দেখেন, পুরোনো ভবনের সামনের একটি জানালা নেই। তিনি আশপাশে কাউকে দেখতে না পেয়ে রোববার সকাল ৬টার দিকে প্রধান শিক্ষককে বিষয়টি জানান।
এর আগেও, ২০২৩ সালে এই বিদ্যালয় থেকে ১৯টি সিলিং ফ্যান, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন আসবাবপত্র চুরি হয়েছিল। বারবার চুরির ঘটনায় উদ্বেগে আছেন শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা জানান, শুধু বিদ্যালয় নয়-এলাকার বিভিন্ন মসজিদ থেকে মাইক ও ফ্যান, এমনকি খামার থেকে গরু চুরির ঘটনাও ঘটছে। তারা মনে করছেন, এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হলে এসব অপরাধ বাড়তেই থাকবে।
স্থানীয় ইউপি সদস্য ফারুক খান বলেন, চুরির খবর পেয়ে স্কুলে ছুটে গিয়েছিলাম। এটি খুবই দুঃখজনক ঘটনা। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদা খানম বলেন, ‘ঘটনার পর আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং থানায় লিখিত অভিযোগ করেছি।’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।’
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার বলেন, ‘জানালা চুরির খবর এখনো জানতাম না, আপনার মাধ্যমে জানছি। তবে আগের ফ্যান চুরির ঘটনায় প্রধান শিক্ষক আমাকে জানিয়েছিলেন এবং থানায় জিডি করতে বলেছিলাম।’
- রফিক সরকার/এমআই