Logo

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএর আয়োজনে জুলাই বিপ্লব স্মরণে আলোচনা ও বৃক্ষরোপণ

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৮:৩৩

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএর আয়োজনে জুলাই বিপ্লব স্মরণে আলোচনা ও বৃক্ষরোপণ

ছবি : বাংলাদেশের খবর

জুলাই বিপ্লব উপলক্ষে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) চাঁপাইনবাবগঞ্জ রিজিয়নের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে বিএমডিএ চাঁপাইনবাবগঞ্জ রিজিয়ন কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়। আলোচনা সভা শেষে জুলাই বিপ্লবে শহিদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বিএমডিএ ভবনের সামনের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএ চাঁপাইনবাবগঞ্জ রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মো. আল মামুনুর রশীদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার সহকারী প্রকৌশলী, অপারেটর, কৃষক এবং বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা সভায় বক্তব্য দেন নাচোল উপজেলার সহকারী প্রকৌশলী মো. রেজাউল করিম, গোমস্তাপুর উপজেলার সহকারী প্রকৌশলী আলম আব্দুল মান্নান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী প্রকৌশলী মুসাইদ মাসরুব এবং উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী। এছাড়া একাধিক অপারেটর ও কৃষকও সভায় মতামত তুলে ধরেন।

বদিউজ্জামান রাজাবাবু/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর