Logo

সারাদেশ

উপদেষ্টা আসিফ মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন : নাছির

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৮:৩৯

উপদেষ্টা আসিফ মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন : নাছির

ছবি : বাংলাদেশের খবর

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির অভিযোগ করেছেন, বিএনপির উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লার মুরাদনগরে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।

তিনি বলেন, ‘যারা গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিয়েছে, জেল-জুলুম সহ্য করেছে, এমনকি জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানেও সক্রিয় ছিল—তাদেরই আজ জেলে পাঠানো হচ্ছে। অথচ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী মুরাদনগরে কারাগারে নেই।’

সোমবার (৪ আগস্ট) দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি কারাগারে বন্দি মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে দেখতে গিয়েছিলেন।

নাছির বলেন, ‘নাজিম মাহমুদের গ্রেপ্তারের খবরে তার মা হার্ট অ্যাটাকে মারা গেছেন, এটা অত্যন্ত মর্মান্তিক। উপদেষ্টা আসিফ মাহমুদের ইচ্ছামতো মুরাদনগর চলছে। আসিফের সঙ্গে ফ্যাসিবাদ কায়েমকারীদের গভীর সখ্যতা রয়েছে।’

তিনি অভিযোগ করেন, ‘আসিফ মাহমুদের মাফিয়াতন্ত্রে পুলিশ প্রশাসনও প্রভাবিত। স্থানীয় ওসি তার ভয়ে মামলা দিয়ে যাচ্ছেন। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আহ্বান জানাব—এই ওসিকে প্রত্যাহার করা হোক।’

ছাত্রদল নেতা আরও বলেন, ‘আসিফ মাহমুদ উপদেষ্টা পদে থেকে কীভাবে নির্বাচন করবেন? এটা স্ববিরোধী। তার বাবার ব্যবসায়ী অংশীদাররা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আন্দোলনে থাকা নেতাকর্মীরা জেলে।’

এ সময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ জেলা ও মহানগরের ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে নাছির নাজিম মাহমুদের মায়ের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছাত্রদল আসিফ মাহমুদ বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর