সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ ইস্যু, কিশোরগঞ্জের এসপি হাছান পুনর্বহাল

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৯:৩৭
-(37)-6890b791d6c4c.jpg)
কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরী। ছবি : সংগৃহীত
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগ ইস্যুতে প্রত্যাহার হওয়া কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরীকে আবারও আগের কর্মস্থলে ফিরিয়ে আনা হয়েছে।
রোববার (৩ আগস্ট) পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার শামীমা ইয়াছমিন স্বাক্ষরিত চিঠিতে পুনর্বহালের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে, গত ৭ মে চিকিৎসার জন্য আবদুল হামিদের বিদেশ গমন নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। কেউ কেউ এটিকে ‘পালিয়ে যাওয়া’ বলে আখ্যায়িত করেন। যদিও সে সময় ইমিগ্রেশন ও পুলিশ সূত্র দাবি করে, তাঁর বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না এবং তিনি নিয়ম মেনেই চিকিৎসার জন্য দেশত্যাগ করেন।
তবে এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কিশোরগঞ্জের এসপি হাছান চৌধুরীকে প্রত্যাহার করা হয়। একইসঙ্গে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার এবং উপ-পরিদর্শক ও সহকারী উপপরিদর্শক পদমর্যাদার দু’জনকে সাময়িক বরখাস্ত করা হয়।
উল্লেখ্য, গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর সহিংস পরিস্থিতিতে সারা দেশে মামলা হয় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে। এর অংশ হিসেবে ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় দায়ের হওয়া একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদসহ ১২৪ জনের নাম উল্লেখ করা হয়। এতে অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করা হয়।
এ প্রসঙ্গে কিশোরগঞ্জের পুনর্বহাল হওয়া এসপি মোহাম্মদ হাছান চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমি কিশোরগঞ্জেই দায়িত্ব পালন করছি। সবার সহযোগিতা চাই যেন দেশ ও জনগণের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারি।’
প্রসঙ্গত, আবদুল হামিদ ২০১৩ সালে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যু পরবর্তী সময়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং পরে দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ২৪ এপ্রিল তাঁর মেয়াদ শেষে মো. সাহাবুদ্দিন নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন।
- আব্দুর রউফ ভূঁইয়া/এমআই