Logo

সারাদেশ

জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৯:৪৩

জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

জামালপুর পৌর শহরের শেখেরভিটা এলাকায় দীর্ঘদিন ধরে চলমান জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (৪ আগস্ট) বিকেলে শহরের শেখেরভিটা রেললাইন সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেন-এলাকাবাসীসহ সাংবাদিক ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, মুখলেছুর রহমান মুন্না ও জোসনা আক্তার। 

বক্তারা বলেন, এক যুগ ধরে নানা আশ্বাস দিলেও পৌর কর্তৃপক্ষ জলাবদ্ধতা নিরসনে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। ফলে শেখেরভিটা রেললাইন লাগোয়া এলাকার পাঁচ শতাধিক পরিবার বছরের অধিকাংশ সময় পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে।

বক্তারা অভিযোগ করেন, বর্ষা মৌসুমে ঘরের ভেতর হাঁটু পানি জমে। মৃত্যু ঘটলে জানাজা বা দাফনের কাজ করাও কঠিন হয়ে পড়ে। এছাড়া রেললাইনঘেঁষা এলাকায় নেই কোনো সড়ক বাতি কিংবা ড্রেনেজ ব্যবস্থা। সারা বছরই অন্ধকারে ডুবে থাকে এলাকাটি।

তারা আরও বলেন, অপরিকল্পিত নগরায়ণ ও ভূমিদস্যুদের দৌরাত্ম্যে ড্রেনেজ বন্ধ করে সেখানে সিএনজি স্টেশন নির্মাণ করা হয়েছে, যা জলাবদ্ধতার অন্যতম কারণ। তবে পৌর কর্তৃপক্ষ চাইলে ওই স্টেশনের পাশ দিয়ে নতুন ড্রেন নির্মাণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারে।

  • মেহেদী হাসান/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর