Logo

সারাদেশ

বিএনপির গাড়িবহরে হামলার মামলায় আ.লীগের ৩ নেতা গ্রেপ্তার

Icon

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৯:৫৩

বিএনপির গাড়িবহরে হামলার মামলায় আ.লীগের ৩ নেতা গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর গাড়িবহরে হামলার মামলায় নীলফামারীর ডোমার উপজেলায় আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন-ডোমার উপজেলার কেতকীবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম (৬৭), তিনি চান্দখানা মাস্টারপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। জোড়াবাড়ি ইউনিয়নের ইউপি সদস্য ও স্থানীয় ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমেশ চন্দ্র রায় (৫৫), তিনি মৃত জতিন্দ্র নাথ রায়ের ছেলে।

এছাড়া সোনারায় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিকাশ চন্দ্র (৩২), যিনি জামিরবাড়ি গ্রামের বিমল চন্দ্রের ছেলে।

সোমবার (৪ আগস্ট) ভোরে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, ‘২০১৪ সালের নির্বাচনে বিএনপির এমপি প্রার্থীর গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।’

  • তৈয়ব আলী সরকার/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি আওয়ামী লীগ হামলা ও ভাংচুর গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর