Logo

সারাদেশ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, পানিবন্দি ১০ হাজার পরিবার

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ২০:০৭

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, পানিবন্দি ১০ হাজার পরিবার

ছবি : বাংলাদেশের খবর

বৃষ্টি ও উজানের ঢলে আবারও লালমনিরহাটে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে নতুন করে জেলার বিভিন্ন নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে, ফলে জেলার হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার একাধিক এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, সোমবার (৪ আগস্ট) দুপুর ৩টার দিকে তিস্তার ডালিয়া পয়েন্টে পানি রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ০০ মিটার, যা বিপৎসীমার (৫২.১৫ মিটার) ১৫ সেন্টিমিটার নিচে। কাউনিয়া পয়েন্টে পানি রয়েছে ২৯ দশমিক ১২ মিটার (বিপৎসীমার চেয়ে ১৮ সেন্টিমিটার নিচে)।

অন্যদিকে ধরলা নদীর শিমুলবাড়ি পয়েন্টে পানি ২৯ দশমিক ৭৮ মিটার, যা বিপৎসীমার চেয়ে ১০৯ সেন্টিমিটার নিচে এবং পাটগ্রাম পয়েন্টে ধরলার পানি বিপৎসীমার চেয়ে ৩৬৫ সেন্টিমিটার নিচে রয়েছে।

বন্যা পরিস্থিতি মোকাবেলায় তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। এতে ব্যারাজের ভাটিতে থাকা হাতীবান্ধা উপজেলার সানিয়াজান, গড্ডিমারী, সিন্দুরনা, ডাউয়াবাড়ি, কালীগঞ্জ উপজেলার বৈরাতী, কাশিরাম ও ভোটমারীর শৌলমারী ইউনিয়নের অনেক এলাকা প্লাবিত হয়েছে।

তিস্তার পানি বিপৎসীমার ওপরে উঠলেও বর্তমানে তা ১৮ সেন্টিমিটার নিচে নেমে এসেছে। তবে এর মধ্যেই সদর উপজেলার খুনিয়াগাছ ও রাজপুর ইউনিয়নের অন্তত ১২টি গ্রামসহ আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

এদিকে কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ভোটমারী এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে। হুমকির মুখে পড়েছে নদী রক্ষা বাঁধ। স্থানীয় বাসিন্দারা বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার বলেন, ‘বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে নদীর পানি বাড়ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, বড় ধরনের বন্যার আশঙ্কা রয়েছে।’

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শাহরিয়ার তানভীর আহমেদ বলেন, ‘হাতীবান্ধায় দ্বিতীয় দফায় পানি বৃদ্ধির কারণে জরুরি ভিত্তিতে ২০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তালিকা অনুযায়ী অন্যান্য উপজেলায়ও ত্রাণ সহায়তা পাঠানো হবে।’

  • রাহেবুল ইসলাম টিটুল/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বন্যা জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর