নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ম্যাকলিন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ২০:৩৫
-(41)-6890c5390d6b2.jpg)
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ম্যাকলিন। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ও সাবেক এমপি শামীম ওসমানের ঘনিষ্ঠ ক্যাডার মেহেদী হাসান ম্যাকলিনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের লিংক রোড এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় ট্রাইব্যুনালের একটি টিম তাকে গ্রেপ্তার করে।
ডিবি পুলিশ সূত্র জানায়, গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলার মামলায় ম্যাকলিন প্রধান আসামি। চাষাঢ়ায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রিকুইজিশনে ম্যাকলিনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে ঢাকার ধানমন্ডিতে ট্রাইব্যুনালের টিমের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ২১ ফেব্রুয়ারি ‘অপারেশন ডেভিল হান্ট’-এ গ্রেপ্তার হয়েছিলেন ম্যাকলিন। সে সময় জামিনে মুক্তি পান তিনি।
- ইমতিয়াজ/এমআই