Logo

সারাদেশ

চকরিয়ায় ‘জুলাই অভ্যুত্থান’ স্মরণে জামায়াতের বিশাল গণমিছিল

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ২০:৫৮

চকরিয়ায় ‘জুলাই অভ্যুত্থান’ স্মরণে জামায়াতের বিশাল গণমিছিল

ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজারের চকরিয়ায় ঐতিহাসিক ‘জুলাই অভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশাল গণমিছিল ও সমাবেশের আয়োজন করে।

সোমবার (৪ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় চকরিয়া পৌর বাসটার্মিনাল থেকে মিছিলটি শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে জনতা শপিং সেন্টার চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।

তিনি বলেন, ‘দেশে এক শ্রেণির চাঁদাবাজ ও দখলবাজ গোষ্ঠী সক্রিয় রয়েছে। আমরা নির্দিষ্ট কোনো দলকে দায় না দিলেও জনগণ আগামী নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার পক্ষপাতমূলক আচরণ করছে। আমরা প্রশাসনকে দলনিরপেক্ষ থাকার আহ্বান জানাচ্ছি। বৈষম্যের বিরুদ্ধে আমরা সংগ্রাম চালিয়ে যাব।’

সমাবেশে চকরিয়া-পেকুয়া আসনের জামায়াত-সমর্থিত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুককে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের মূল চেতনা ছিল ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা। ইসলামী আদর্শ ছাড়া দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়।’

তিনি চকরিয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়, মাতামুহুরিতে পূর্ণাঙ্গ স্বাস্থ্য কমপ্লেক্স, চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যা বাস্তবায়ন, এবং মাতামুহুরিকে পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণার দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের জেলা, পৌর ও উপজেলা নেতারা, ছাত্রশিবিরের নেতারা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিরা।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর