Logo

সারাদেশ

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসী যুবকের মৃত্যু

Icon

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ২১:০১

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসী যুবকের মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল রানা (২৫) নামে এক সিঙ্গাপুরপ্রবাসীর মৃত্যু হয়েছে।

সোমবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বগাপ্রতিমা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি ১৫ দিন আগে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছিলেন।

পরিবার জানায়, সখীপুর পৌর শহরে একটি বাসা ভাড়া নেওয়ার পর সেদিন বিকেলেই সেখানে ওঠার কথা ছিল জুয়েলের। এ জন্য তিনি গ্রামের বাড়ি থেকে আসবাবপত্র বের করছিলেন। একপর্যায়ে ঘরের টিনের বেড়ায় হাত লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতের বোন জামাই আশিক বলেন, টিনের বেড়া কীভাবে বিদ্যুতায়িত হলো, কেউ জানে না। সম্ভবত কোনো তার ছিঁড়ে লেগে ছিল।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফরিদ আহমেদ জানান, জুয়েলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

সখীপুর থানার উপপরিদর্শক ছাইদুর রহমান ভূঞা বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর