ভাঙ্গায় অজ্ঞাত যুবকের রহস্যজনক মৃত্যু

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ২১:০৬
-6890cc62d20ee.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক অজ্ঞাতনামা যুবকের (বয়স আনুমানিক ৩০ বছর) রহস্যজনক মৃত্যু হয়েছে।
সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, উপজেলার নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ওই যুবককে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালের চিকিৎসকরা জানান, পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিফ জুবায়ের বলেন, ‘নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্ট অপেক্ষমাণ।’
তিনি আরও জানান, মৃত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত হয়নি।
এআরএস