Logo

সারাদেশ

ঝালকাঠি-১ আসনে ৬০ থেকে ৭০ হাজার ভোট বেশি পেয়ে জিতব : ড. ফয়জুল হক

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ২১:৩২

ঝালকাঠি-১ আসনে ৬০ থেকে ৭০ হাজার ভোট বেশি পেয়ে জিতব : ড. ফয়জুল হক

ছবি : বাংলাদেশের খবর

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ড. ফয়জুল হক।

তার দাবি, এই এলাকায় তার পক্ষে ‘জোয়ার’ উঠেছে এবং যেকোনো প্রার্থীর চেয়ে অন্তত ৬০ থেকে ৭০ হাজার ভোট বেশি পেয়ে তিনি নির্বাচিত হবেন।

সোমবার (৪ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় ঝালকাঠি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

ড. ফয়জুল হক বলেন, ‘বিএনপির স্বর্ণ সময়ে আমি মালয়েশিয়া শাখার সমাজকল্যাণ সম্পাদক ছিলাম। কিন্তু বর্তমানে দলটি চাঁদাবাজি, দখল, ছিনতাইসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে। সে কারণে আমি পদত্যাগ করেছি।’

তিনি জানান, ‘আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলায় তাদের শাসনামলে দেশে ফিরতে পারিনি। তুরস্কে আমাকে ছয় ঘণ্টা আটকে রাখা হয়, মালয়েশিয়ায় আমাকে দুবার গুম করার চেষ্টা করা হয়।’

রাজনীতিতে শান্তির বার্তা নিয়ে রাজাপুর-কাঠালিয়ায় কাজ করতে চান উল্লেখ করে তিনি বলেন, ‘নির্যাতিতদের পাশে থাকতে চাই, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকব।’

সংবাদ সম্মেলনে তার পক্ষে বক্তব্য রাখেন মাওলানা আযিযুর রহমান হোমিও কলেজের অধ্যক্ষ ডা. মোসাদ্দেক হোসেন, কাঠালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস আলী, রাজাপুর ইউসুফ আলী খান বিদ্যালয়ের শিক্ষক ফারুক আহমেদ এবং কাঠালিয়া কলেজের অধ্যক্ষ মোফাজ্জেল হোসেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংবাদ সম্মেলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর