আলফাডাঙ্গা সদর ইউনিয়নে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ২১:৩৪

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) বিকেলে সদর ইউনিয়নের গাজীপুর বাজারে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনের প্রথম পর্বে ইসলামী আন্দোলনের ইউনিয়ন শাখার সভাপতি ইমামুল শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সভাপতি মাওলানা শরীফুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি বেলায়েত হুসাইন হামিদী, সহ-সভাপতি হাদী জসিম, সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক, শ্রমিক আন্দোলনের উপজেলা শাখার সভাপতি ডা. দেলোয়ার শরীফ ও ইসলামী আন্দোলনের ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুস সোবহান প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনার মাধ্যমে ইমামুল শরীফকে পুনরায় সভাপতি ও দেলোয়ার হোসেন মোল্যাকে সাধারণ সম্পাদক করা হয়। পরে তাদের উপজেলা শাখার সভাপতি মাওলানা শরীফুল ইসলাম শপথবাক্য পাঠ করান।
এসডি/এইচকে