Logo

সারাদেশ

নতুন ফ্যাসিজম প্রতিষ্ঠার পাঁয়তারা চলছে : ডা. মানিক

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ২১:৩৮

নতুন ফ্যাসিজম প্রতিষ্ঠার পাঁয়তারা চলছে : ডা. মানিক

ছবি : বাংলাদেশের খবর

ফেনী-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত স্বতন্ত্র প্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক বলেছেন, ‘স্বৈরাচারবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পার হলেও শহীদ পরিবারের ন্যায্য বিচার মেলেনি। আহতরা এখনও চিকিৎসাবঞ্চিত। এক ফ্যাসিস্ট সরকার পালিয়েছে, আরেকটি ফ্যাসিজম প্রতিষ্ঠার পাঁয়তারা চলছে।’

সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় ফেনী শহরের মহিপাল উড়ালসড়কের নিচে ‘গণহত্যা দিবস’ উপলক্ষে জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা জামায়াতের আমির মুফতি হান্নান। আরও বক্তব্য দেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আব্দুর রহিম, যুগ্ম সম্পাদক মো. ইলিয়াস, জেলা শিবির সভাপতি আবু হানিফ, শহর শিবির সভাপতি ওমর ফারুক প্রমুখ।

বক্তারা বলেন, ‘সেদিন (২০২৪ সালের ৪ আগস্ট) মহিপালে শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে সাতজন শিক্ষার্থীকে হত্যা করে। এক বছর পার হলেও এসব হত্যার বিচার না হওয়া জাতির জন্য লজ্জাজনক।’

তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর