চাঁদপুরে আধুনিক ইলিশ অবতরণ কেন্দ্র স্থাপনের কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ২১:৪৫
-6890d5b513bb1.jpg)
ছবি : সংগৃহীত
চাঁদপুরে আধুনিক ইলিশ অবতরণ কেন্দ্র স্থাপনের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। চলতি বছরের জেলা প্রশাসক সম্মেলনে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের প্রস্তাবের ভিত্তিতে এটি মধ্যমেয়াদি প্রকল্প হিসেবে গৃহীত হয়।
২২ জুলাই বিএফডিসি চেয়ারম্যান ফারাহ শাম্মী (এনডিসি) স্বাক্ষরিত এক পত্রে কেন্দ্র স্থাপনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার নির্দেশনা দেওয়া হয়।
ডিসি মোহসীন উদ্দিন জানান, চাঁদপুর বড় স্টেশন মাছঘাট এলাকায় .৪০ একর জমিতে তিনতলা বিশিষ্ট একটি আধুনিক ইলিশ অবতরণ কেন্দ্র নির্মাণের প্রস্তাবনা তৈরি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে থাকবে আধুনিক বরফকল, নিলামশেড, আড়তঘর, পানি বিশুদ্ধকরণ ব্যবস্থা, হিমায়িতকরণ ও প্যাকেজিং সুবিধা, মৎস্য জাদুঘর, করপোরেট অফিস স্পেস, ব্যাংক ও রেস্তোরাঁ।
ডিসি বলেন, ‘আমার লক্ষ্য চাঁদপুরে ইলিশ সংরক্ষণ, আমদানি-রপ্তানি ও বিপণন সুষ্ঠুভাবে নিশ্চিত করা, যাতে কেউ প্রতারিত না হয় এবং জেলার সুনাম অক্ষুণ্ণ থাকে।’
এ বিষয়ে স্থানীয় জেলে, ব্যবসায়ী ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিদের সঙ্গে একাধিক মতবিনিময় সভা করা হয়েছে। তাদের সম্মতিতেই প্রকল্প পরিকল্পনা চূড়ান্ত করা হয়। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রকল্পটির একটি থ্রিডি ডকুমেন্টারিও প্রস্তুত করা হয়েছে।
স্থানীয় প্রবীণ মৎস্য ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, ‘এটি বাস্তবায়িত হলে উপকূলীয় জেলার লাখো মৎস্যজীবী উপকৃত হবেন।’
নাট্যব্যক্তিত্ব শরীফ চৌধুরী বলেন, ‘দেশি-বিদেশি পর্যটকদের আগমন বাড়বে।’
স্থানীয় সমাজকর্মী সেলিম পাটোয়ারী বলেন, ‘এ ধরনের উদ্যোগ জেলা প্রশাসনের এক সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্ত।’
আলআমিন ভূঁইয়া/এআরএস