Logo

সারাদেশ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির সম্মেলন পণ্ডের চেষ্টা, সহিংসতার অভিযোগ

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ২১:৫৪

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির সম্মেলন পণ্ডের চেষ্টা, সহিংসতার অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবের ইউনিয়ন বিএনপির সম্মেলন পণ্ড করার জন্য পরিকল্পিত সহিংসতা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক ছাত্রদল নেতা মেহেদী হাসান মিঠু।

সোমবার (৪ আগস্ট) বিকেলে বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আসন্ন সম্মেলনে জনপ্রিয় প্রার্থী আব্দুল আলিম হাওলাদার ও অ্যাডভোকেট হুমায়ুন কবিরের প্যানেলকে ব্যাহত করার জন্য প্রতিপক্ষ সহিংসতা চালাচ্ছে।

মিঠু জানান, গত রোববার সন্নাসী বাজারে তার বাড়ির সামনে প্রতিপক্ষ নেতাকর্মীরা দুই শতাধিক লোক নিয়ে হামলা চালায়। তারা গেট ভাঙা, দোকান ও বিএনপি অফিস ভাঙচুরসহ অন্তত ৩০ জন নেতাকর্মী আহত করেছে। তার বাড়ি ও পরিবার মারাত্মক ঝুঁকিতে রয়েছে। পরে পুলিশ ও সেনা বাহিনীর সহায়তায় তিনি নিরাপদে বাগেরহাট শহরে চলে আসেন।

তিনি আরও বলেন, ‘সহিংসতা শুধু মল্লিকেরবের ইউনিয়নের নয়, পুরো রামপাল উপজেলা বিএনপির সম্মেলন পণ্ডের উদ্দেশ্যে সংগঠিত হচ্ছে। প্রশাসন যেন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।’

উল্লেখ, দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। সাম্প্রতিক মানববন্ধনকেও প্রতিপক্ষের হামলার মাধ্যমে বাধাগ্রস্ত করার অভিযোগ রয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি সংবাদ সম্মেলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর