ছাত্র-জনতার রক্তেই হাসিনা ক্ষমতা হারিয়েছেন : শহীদুল ইসলাম

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৮:৩৪
-68916dad616a9.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম বলেছেন, ‘হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে এক বছর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল।’
তিনি দাবি করেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে ২ হাজারের মতো ছাত্র-জনতা প্রাণ হারিয়েছেন এবং অন্তত ২০ হাজার মানুষ আহত হয়েছেন, যাঁদের কেউ অন্ধ হয়েছেন, কেউ পঙ্গু হয়েছেন।’
সোমবার (৪ আগস্ট) বিকেলে মিরপুর ঈগল চত্বরে মিরপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক শহীদুল বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে ছাত্র আন্দোলন সবসময় গৌরবময়। ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন পর্যন্ত সবখানেই ছাত্ররা ছিল অগ্রভাগে। ২০১৮ সালের কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলনেও শিক্ষার্থীদের ভূমিকাকে অস্বীকার করা যাবে না।’
তিনি আরও বলেন, ‘সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে ১ জুলাই শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরুতে শান্তিপূর্ণ থাকলেও, ১৫ জুলাই ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর দমন-পীড়নের কারণে তা সহিংস রূপ নেয়। পরে তা গণ-অভ্যুত্থানে রূপ নেয় এবং ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে।’
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন বলেন, “বিএনপি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দল নয়, এটি একটি গণতান্ত্রিক ও শান্তিপ্রিয় দল। নেতা তারেক রহমান বুদ্ধিদীপ্ত নেতৃত্ব দিচ্ছেন এবং মাঠপর্যায়ের তথ্য তিনি নিজস্ব গোয়েন্দা সংস্থার মাধ্যমে নিয়মিত জানছেন।”
তিনি দলের নেতাকর্মীদের অন্যায়, চাঁদাবাজি ও সন্ত্রাস থেকে দূরে থাকার আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আমরাফুজ্জামান শাহীন। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু। বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, যুবদল নেতা আজাদুর রহমান আজাদ, সুলতান আলী, সংগ্রাম খান জিল্লু প্রমুখ।
আকরামুজ্জামান আরিফ/এআরএস