Logo

সারাদেশ

ঝিনাইদহে শহীদ প্রদীপ ভৌমিক দিবস পালিত

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৮:৪৯

ঝিনাইদহে শহীদ প্রদীপ ভৌমিক দিবস পালিত

ছবি : বাংলাদেশের খবর

বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানে হামলায় নিহত সাংবাদিক ও রাজনৈতিক কর্মী প্রদীপ ভৌমিকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘শহীদ প্রদীপ ভৌমিক দিবস’ পালন করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি।

সোমবার (৪ আগস্ট) বিকালে ডাক্তার কে. আহমেদ সড়কে ক্ষেতমজুর সমিতির কার্যালয়ে আলোচনা সভা, শ্রদ্ধা নিবেদন ও আলোকশিখা প্রজ্জ্বলনের আয়োজন করে জেলা কমিটি।

সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি কাজী ফারুক এবং সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় সদস্য সুজন বিপ্লব। এতে বক্তব্য দেন সিপিবি, বাসদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ, যুব ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা নেতারা।

বক্তারা বলেন, ‘বৈষম্যমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় গ্রামীণ শ্রমজীবী ও প্রান্তিক মানুষের অধিকার নিশ্চিত করতে জনগণের সরকার প্রতিষ্ঠা জরুরি।’

তারা আরও বলেন, ‘প্রদীপ ভৌমিককে সন্ত্রাসীরা প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করেছে। হত্যার বিচার এবং ক্ষেতমজুরদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর