বাবুগঞ্জে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৯:০৫
-689174e4cbcc3.jpg)
ছবি : সংগৃহীত
বরিশালের বাবুগঞ্জে গাছে ওড়না পেঁচিয়ে রাতুল (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রহমতপুর প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পাশের একটি পরিত্যক্ত জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রাতুল ওই এলাকার জোসনা বেগমের ছেলে। তার পরিবার রহমতপুর বাজারে একটি ভাতের হোটেল পরিচালনা করে।
বিমানবন্দর থানার ওসি জাকির শিকদার জানান, ‘আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
রাতুলের পরিবারের দাবি, তিনি বাড়ির পেছনে গাছে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা তারা জানাতে পারেননি।
এআরএস