চাঁদপুরে দুই শহীদের স্মরণে স্মৃতিফলক উন্মোচন
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর ও ফরিদগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৯:১০
ছবি : বাংলাদেশের খবর
২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনে চাঁদপুরের হাজীগঞ্জে শহীদ হন আজাদ সরকার ও ফরিদগঞ্জে শহীদ হন শাহাদাত হোসেন। তাঁদের স্মরণে পৃথক দুটি স্মৃতিফলক উন্মোচন করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) দুপুরে হাজীগঞ্জ উপজেলার টোরাগড় এলাকায় শহীদ আজাদ সরকারের স্মৃতিফলক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জাহিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক, শহীদের ছেলে আহমেদ কবির হিমেল সরকার ও স্থানীয়রা।
ইউএনও বলেন, ‘আজাদ শুধু একজন ব্যক্তি নন, একটি আদর্শের প্রতীক। এমন মানুষের স্মৃতি জাতির চেতনায় ধরে রাখা জরুরি।’
একই দিন ফরিদগঞ্জ থানা মোড়ে শহীদ শাহাদাত হোসেনের স্মরণে স্মৃতিফলক উন্মোচন করেন ফরিদগঞ্জ ইউএনও সুলতানা রাজিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ্ আলম, প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান, শহীদের মা শিরোতাজ বেগম ও নানি মমতাজ বেগমসহ স্থানীয়রা।
শহীদের মা বলেন, ‘আজকের দিনটি আমাদের জীবনের এক স্মরণীয় দিন। আমার ছেলের আত্মত্যাগ কেউ যেন না ভোলে।’
এআরএস

