সাংবাদিকদের সাহসী লেখনী চাই : জামায়াত প্রার্থী মুয়াযযম

বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৯:১৯
-6891785bce9f6.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বরিশাল-৫ (সদর) আসনে জামায়াতের প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, ‘জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাংবাদিকদের সাহসী ভূমিকা রাখতে হবে।’
সোমবার (৪ আগস্ট) বেলা ১১টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
মুয়াযযম হোসাইন বলেন, ‘নির্বাচনকালীন বরিশালে যেন সহানুভূতিপূর্ণ পরিবেশ বজায় থাকে, সেজন্য সবাইকে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করতে হবে।’
বক্তব্যের শুরুতে তিনি জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের শ্রদ্ধা জানান এবং রিপোর্টার্স ইউনিটির প্রবীণ সাংবাদিকদের সততা ও সাহসের প্রশংসা করেন।
তিনি বলেন, ‘যারা শেখ হাসিনাকে প্রশ্নবিদ্ধ না করে তোষামোদ করেছে, তারাই তাকে ফ্যাসিস্ট বানাতে ভূমিকা রেখেছে। বাংলাদেশের ইতিহাসে অনেক যুদ্ধ, বিজয়, সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু জাতির মুক্তি আসেনি। সবাইকে এখন দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে।’
সভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, অধ্যাপক আব্দুল জব্বার, মাস্টার আব্দুল মান্নান, মাওলানা হাবিবুর রহমান, মাহফুজুর রহমান আমিন, শামীম কবির, বায়জীদ বোস্তামী, আব্দুর রশিদ ও আব্দুস সাত্তার।
সাংবাদিকদের পক্ষে বক্তব্য দেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছুর রহমান খান স্বপন।
সভায় বরিশালে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এআরএস