Logo

সারাদেশ

ফেনীতে ফার্মেসিতে ভেজালবিরোধী অভিযানে দুই ব্যবসায়ী দণ্ডিত

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৯:২৮

ফেনীতে ফার্মেসিতে ভেজালবিরোধী অভিযানে দুই ব্যবসায়ী দণ্ডিত

ছবি : বাংলাদেশের খবর

ফেনী শহরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই ফার্মেসিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৪ আগস্ট) দুপুরে শহরের ট্রাংক রোডে মিনার ফার্মেসি ও মালেক ফার্মেসিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম মিনার ফার্মেসিকে ৮ হাজার টাকা এবং মালেক ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহায়তা করেন। মো. আছাদুল ইসলাম বলেন, ‘ভোক্তা অধিকার নিশ্চিতে জেলায় নিয়মিত এ ধরনের অভিযান চলবে।’

এআরএস


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জরিমানা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর