Logo

সারাদেশ

কুমিল্লা-৯ আসন পুনর্বহালের দাবিতে স্মারকলিপি

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৯:৩২

কুমিল্লা-৯ আসন পুনর্বহালের দাবিতে স্মারকলিপি

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লা-৯ (সদর দক্ষিণ, সদর দক্ষিণ উপজেলার ১৯-২৭ নম্বর ওয়ার্ড এবং নবগঠিত লালমাই) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে প্রধান নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

সোমবার (৪ আগস্ট) বেলা ১১টায় সদর দক্ষিণ, লালমাই এবং কুমিল্লা মহানগর দক্ষিণের কয়েকজন ভোটার কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে উপস্থিত হয়ে স্মারকলিপিটি জমা দেন। এটি গ্রহণ করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান।

স্মারকলিপিতে বলা হয়, ১৯৮৩ সালে গঠিত ২৫৬-কুমিল্লা-৯ আসনে লাকসামের চারটি এবং আদর্শ সদর উপজেলার ছয়টি ইউনিয়ন অন্তর্ভুক্ত ছিল। এই আসনে ১৯৮৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী নির্বাচিত হন। দীর্ঘ সময় ধরে এলাকাটি নিয়ে কোনো আপত্তি ছিল না।

স্মারকলিপিতে আরও বলা হয়, দীর্ঘদিন একই নির্বাচনী এলাকা থাকার ফলে একটি সংগঠিত সামাজিক ও প্রশাসনিক পরিবেশ গড়ে উঠেছে। ২০০৫ সালে সদর দক্ষিণ উপজেলায় প্রশাসনিক উন্নয়ন, পরে পৌরসভা ও বিভিন্ন সরকারি দপ্তর স্থাপনার মাধ্যমে এলাকাটি একটি কার্যকর স্যাটেলাইট শহরে রূপ নেয়।

এছাড়া, ২০০৭-০৮ অর্থবছরে সদর দক্ষিণ পৌরসভা ‘এ’ শ্রেণির পৌরসভা হিসেবে স্বীকৃতি পায়। পরে এটি কুমিল্লা সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হয়। এসব উন্নয়ন বিবেচনায় এনে স্মারকলিপিতে পুরোনো কুমিল্লা-৯ আসন পুনর্বহালের দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন এডভোকেট মুহম্মদ আখতার হোসেন, মো. আমান উল্লাহ আমান, মো. ইউসুফ আলী মীর পিন্টু, ওমর ফারুক চৌধুরী, ইসমাইল মজুমদার, সোহেল মজুমদার প্রমুখ।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর