বগুড়ায় ছিনতাইয়ের কবলে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৯:৩৭
-68917c686cc2b.jpg)
ছবি : সংগৃহীত
বগুড়ায় ছিনতাইয়ের শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্যসচিব সাকিব খান। সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মহাসড়কে চলন্ত অটোরিকশা থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে মুঠোফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হন।
সাকিব খান জানান, ৫ আগস্ট ‘গণ-অভ্যুত্থান দিবস’-এর দাওয়াতপত্র পৌঁছে দিতে এক আহত ‘জুলাই যোদ্ধার’ বাসায় যাচ্ছিলেন। পথে একটি মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি তার ফোনটি ছিনিয়ে নেয়। ধাক্কায় তিনি সড়কে পড়ে যান এবং মাথায় ও পিঠে আঘাত পান। পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। এটি নিছক ছিনতাই, নাকি পরিকল্পিত হামলা, তা খতিয়ে দেখা হচ্ছে।’
এদিকে শহরে গুঞ্জন উঠেছে, এই ছিনতাইয়ের সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। তবে এ বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করেনি।
জুয়েল হাসান/এআরএস