কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোচালকের

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৯:৪০
-68917d3952b23.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মো. ইমন মৃধা (২৮) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে পৌর শহরের নাচনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ইমন বরগুনার আমতলী উপজেলার সেকেন্দারখালী গ্রামের বাসিন্দা ও মো. মিজান মৃধার ছেলে। তিনি শ্বশুর মো. আবুল হোসেনের বাড়িতে থেকে অটোরিকশা চালাতেন।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক কাজ করার সময় ইমন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জাকারিয়া জাহিদ/এআরএস