Logo

সারাদেশ

সিলেট-ঢাকা ট্রেনে দুর্ভোগ, স্পেশাল ট্রেন চালুর দাবি

Icon

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৯:৪৪

সিলেট-ঢাকা ট্রেনে দুর্ভোগ, স্পেশাল ট্রেন চালুর দাবি

ছবি : বাংলাদেশের খবর

সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রাম অভিমুখী যাত্রীদের দুর্ভোগ যেন শেষ নেই। সড়কপথে উন্নয়নকাজের কারণে দীর্ঘ সময় যাত্রা করতে হয়।

ট্রেনেও টিকিট সংকট, যান্ত্রিক ত্রুটি, হিজড়া চাঁদাবাজি, হকারের উৎপাত ও অতিরিক্ত যাত্রী থাকার কারণে ভোগান্তি বাড়ছে।

ঢাকা-সিলেট রুটে ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ নামে একটি স্পেশাল ট্রেন চালু করার প্রস্তুতি থাকলেও রহস্যজনক কারণে তা বাতিল হয়ে যায়। সিলেট বিভাগে কমপক্ষে দুটি স্পেশাল ট্রেন চালুর দাবি জানানো হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও যাত্রীরা জানান, ট্রেনে হিজড়া গোষ্ঠী এবং হকারদের উপস্থিতি যাত্রাকে অতিষ্ঠ করে তুলেছে। একাধিক যাত্রী দাঁড়িয়ে যেতে বাধ্য হচ্ছেন। ট্রেনের ইঞ্জিনেও প্রায়ই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার ও সিলেট স্টেশন ম্যানেজার পরিস্থিতি স্বীকার করে দ্রুত স্পেশাল ট্রেন চালুর দাবি জানান।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়ে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর