চাঁদপুরে ‘জুলাই গণঅভ্যুত্থানে’ নিহত ৩১ শহীদের প্রতি শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১১:২২
-68919531d2969.jpg)
ছবি : বাংলাদেশের খবর
চাঁদপুরে ‘জুলাই গণঅভ্যুত্থানে’ নিহত ৩১ শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ‘৩৬ জুলাই’ উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা ও স্থানীয় জনগণ শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সকালে চাঁদপুর শহরের রঘুনাথপুরে শহীদ হাফেজ সাজ্জাদ হোসাইন রাব্বির কবরে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
পরে জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহরুল হক, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশাসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শহীদদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন।
জেলা প্রশাসক বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে’ শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে একত্রিত হয়েছি।’
পুলিশ সুপার বলেন, ‘৩৬ জুলাই উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’
নৌ পুলিশের এসপি বলেন, ‘৫ আগস্ট আমাদের জাতীয় মুক্তির দিন। এ উপলক্ষে শহীদদের স্মরণ ও তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানাতে এসেছি।’
আলআমিন ভূঁইয়া/এআরএস