Logo

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা, জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১১:২৬

ঠাকুরগাঁওয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা, জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ছবি : বাংলাদেশের খবর

 ঠাকুরগাঁওয়ে প্রথমবারের মতো সরকার ঘোষিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্‌যাপন করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকায় নির্মাণাধীন শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জেলা প্রশাসক ইশরাত ফারাজানা ছিলেন প্রধান অতিথি। পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ সদস্যসহ সরকারি কর্মকর্তারা।

শ্রদ্ধা জানানো শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, গণসঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সরকার ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দেশের ৬৪ জেলার মতো ঠাকুরগাঁওয়েও দিবসটি পালিত হয়েছে।

আবু সালেহ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণঅভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর