Logo

সারাদেশ

শ্রীপুরে তিন শহীদের কবরে শ্রদ্ধা

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১১:৪০

শ্রীপুরে তিন শহীদের কবরে শ্রদ্ধা

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে প্রথম তিন শহীদ শেখ জাহাঙ্গীর আলম, ক্বারী মোহাম্মদ শরিফুল ইসলাম ও জাকির হোসেন রানার কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার কেওয়া এলাকায় শহীদদের কবরে ফুল দেন উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ শহীদ জাহাঙ্গীরের, সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল শহীদ শরিফুলের এবং শ্রীপুর থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক শহীদ জাকিরের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

গত বছরের এই দিনে মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড়ে পুলিশের গুলিতে জাহাঙ্গীর, শরিফুল ও জাকিরসহ ১৬ জন আন্দোলনকারী নিহত হন।

ইউএনও সজীব আহমেদ বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা শহীদদের কবরে শ্রদ্ধা জানিয়েছি। এরপর শহীদ পরিবারের সদস্য ও আহতদের নিয়ে জেলা শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে দোয়া ও আলোচনা সভায় যোগ দেব।’

তিনি আরও জানান, তিনটি শহীদ পরিবারের মধ্যে ইতোমধ্যে দুটি পরিবারকে সঞ্চয়পত্রের অর্থ দেওয়া হয়েছে। একটি পরিবারের ক্ষেত্রে মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী পুনরায় তথ্য পাঠানো হয়েছে, দ্রুতই অর্থ সহায়তা পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

আতাউর রহমান সোহেল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণঅভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর