-68919ed6e8eb1.jpg)
ছবি : বাংলাদেশের খবর
শেরপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে সদর উপজেলার তারাগড় এলাকায় শহীদ মাহবুব আলমের কবরে ফুল দেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
পরে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল বিএনপি ও এনসিপি, শহীদ পরিবারের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এরপর শহরের কলেজমোড়ে নবনির্মিত শহীদ মাহবুব চত্বর উদ্বোধন করেন জেলা প্রশাসক। জেলা পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শিশু-কিশোরদের স্কেটিং প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি হয়।
সকাল সাড়ে ১০টায় শিল্পকলা একাডেমির মিলনায়তনে শহীদ পরিবারের সম্মিলন অনুষ্ঠিত হয়। সেখানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের ফুল দিয়ে বরণ করে উপহারসামগ্রী দেওয়া হয়। আলোচনা সভা শেষে ‘জুলাই ৩৬’ শিরোনামে একটি নাটিকা মঞ্চস্থ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পৌর প্রশাসক শাকিল আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. লিখন, ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মামনুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
শাহরিয়ার শাকির/এআরএস