বাউফলে ৫৫ হাজার টাকায় বাঁচতে পারে অবুঝ শিশুর প্রাণ, সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১২:৩৩
-6891a5c4e5bfa.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পটুয়াখালীর বাউফলের দাশপাড়া ইউনিয়নের হোসনাবাদ গ্রামের পাঁচ মাস বয়সী শিশু তাইবুর রহমান এক জটিল রোগে আক্রান্ত। তার মাথায় পানি জমেছে, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেটাকে বলা হয় হাইড্রোসেফালাস।
চিকিৎসকেরা বলছেন, দ্রুত অস্ত্রোপচার না করলে মারাত্মক বিপদ হতে পারে। জীবন বাঁচাতে এ মুহূর্তে প্রয়োজন আর মাত্র ৫৫ হাজার টাকা।
তাইবুরের বাবা জসিম সিকদার একজন দিনমজুর। নিজের উপার্জনে স্ত্রী-সন্তান নিয়ে কোনোমতে দিন কাটে। কিন্তু হঠাৎ করে শিশুপুত্র তাইবুর গুরুতর অসুস্থ হয়ে পড়ায় দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। ঢাকার উত্তরার একটি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা চলছে। শিশুটিকে দেখছেন নিউরোসার্জন ডা. মুহাম্মাদ রবিউল হক।
তিনি জানিয়েছেন, শিশুটির মাথার ভেতর তরল জমে গেছে, যা ব্রেইনের স্বাভাবিক কাজকে ব্যাহত করছে। দ্রুত অস্ত্রোপচারে এই তরল বের করতে না পারলে প্রাণহানির ঝুঁকি রয়েছে।
তাইবুরের চিকিৎসার প্রাথমিক খরচ ধরা হয়েছে ৮০ হাজার টাকা। এর মধ্যে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্পিরিট হিউম্যানিটি’ ইতোমধ্যে ২৫ হাজার টাকা সহায়তা দিয়েছে। তবে বাকি ৫৫ হাজার টাকা সংগ্রহ করতেই হিমশিম খাচ্ছে পরিবারটি।
শিশুটির বাবা জসিম সিকদার কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি রিকশা চালাই, সংসার চালাতেই কষ্ট হয়। সন্তানের চিকিৎসার জন্য যা পারি করেছি, তবু বাকি টাকা জোগাড় হচ্ছে না। আমি আমার ছেলেকে হারাতে চাই না। দয়া করে আমাকে কেউ সাহায্য করেন।’
স্পিরিট হিউম্যানিটি’র সভাপতি রহুল আমিন বলেন, ‘তাইবুরের অবস্থা খুবই সংকটাপন্ন। আমরা সামান্য কিছু দিতে পেরেছি, কিন্তু সমাজের অন্যান্য সহৃদয়বান মানুষদের এগিয়ে না এলে শিশুটিকে বাঁচানো কঠিন হবে।’
এখন প্রয়োজন শুধু ৫৫ হাজার টাকা। এই টাকাটি একটি অবুঝ শিশুর প্রাণ বাঁচাতে পারে। সামর্থ্যবান কেউ যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, হয়তো এক মায়ের কোলে ফিরে আসবে তার সন্তান, ফিরে আসবে একটি জীবনের আলো।
আরিফুল ইসলাম সাগর/এআরএস