খাগড়াছড়িতে ইউপিডিএফের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১২:৫৯
-6891abc3a88ad.jpg)
ছবি : বাংলাদেশের খবর
খাগড়াছড়িতে ইউপিডিএফের (প্রসিত) এবং পাহাড়ি ছাত্র পরিষদ (গণতান্ত্রিক)-এর কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ‘স্বৈরাচার পতনের এক বছর’ উপলক্ষে পৃথকভাবে শোভাযাত্রা বের করে দুটি গ্রুপ। শহরের চেঙ্গি স্কয়ার এলাকায় তারা মুখোমুখি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়। এ সময় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে পাহাড়ি ছাত্র পরিষদ (গণতান্ত্রিক) চেঙ্গি স্কয়ার থেকে শোভাযাত্রা পুনরায় শুরু করে সূর্য শিখা ক্লাব এলাকায় গিয়ে সমাবেশ করে।
পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক কলিন চাকমা সমাবেশে বক্তব্য দেন। ইউপিডিএফ (গণতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা অভিযোগ করেন, ‘শান্তিপূর্ণ মিছিলে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপ হামলা চালিয়েছে।’ তবে কোনো গুলি বিনিময়ের ঘটনা হয়নি বলে জানান তিনি।
অন্যদিকে ইউপিডিএফ (প্রসিত)-এর মুখপাত্র অংগ্য মারমা পাল্টা অভিযোগ করেন, ‘তাদের মিছিলে হামলা হয়েছে এবং এতে একজন আহত হয়েছে।’
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা বলেন, ‘দু'পক্ষের মধ্যে মুখোমুখি অবস্থানে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। তবে গুলির কোনো ঘটনা নিশ্চিত হওয়া যায়নি।’
ছোটন বিশ্বাস/এআরএস