লালমোহনে স্বৈরাচার পতনের বর্ষপূর্তিতে বিএনপির র্যালি

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৩:১৪
-6891af55ab2b2.jpg)
ছবি : বাংলাদেশের খবর
স্বৈরাচার সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে ভোলার লালমোহনে র্যালি, আনন্দ মিছিল ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা ও পৌর বিএনপি।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে র্যালি ও আনন্দ মিছিল পৌর শহরের প্রধান সড়ক ঘুরে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন লালমোহন পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া ঝান্টু, পরিচালনা করেন সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারী।
প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমোহন প্রেসক্লাবের আহ্বায়ক সোহেল মো. আজিজ শাহিন, ডা. রফিকুল ইসলাম, মো. শফিউল্যাহ হাওলাদার, যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার প্রমুখ।
বক্তারা বলেন, গত বছর এই দিনে ‘স্বৈরাচার সরকার’ পতনের মধ্য দিয়ে দেশের জনগণ ‘দ্বিতীয় স্বাধীনতা’ অর্জন করে। শহিদদের স্মরণ ও আহতদের উন্নত চিকিৎসার দাবি জানান তারা।
তারা আরও বলেন, ভোলা-৩ আসন বিএনপির অন্যতম শীর্ষ নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের ঘাঁটি। আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে জয় নিশ্চিত করতে দলীয় ঐক্যের ওপর জোর দেন নেতারা।
সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এআরএস