সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শোভাযাত্রা ও স্মৃতিচারণ

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৩:২৮
-6891b294757bb.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে হাছন রাজা মিলনায়তনে শহীদ পরিবারের স্মৃতিচারণ, আহতদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে শহীদ সোহাগের মা রোকেয়া বেগম আবেগঘন কণ্ঠে ছেলের আত্মত্যাগের কথা স্মরণ করেন।
তিনি বলেন, ‘ছেলের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ এসেছে, সেই দেশে শহীদ পরিবারের জন্য সম্মানের অধিকার চাই।’
আলোচনায় আহত আন্দোলনকারীরাও জুলাই অভ্যুত্থানের স্মৃতি তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, শহীদ পরিবার ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।
শিবিরের র্যালি ও পথসভা
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় সুনামগঞ্জ শহরে র্যালি ও পথসভা করে ইসলামী ছাত্রশিবির।
কাজির পয়েন্ট থেকে শুরু হয়ে র্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয়। র্যালি থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।
জেলা শিবির সভাপতি মেহেদী হাসান তুহিন বলেন, ‘জুলাইয়ের গল্প আমরা নতুন প্রজন্মকে শুনিয়ে সাহসী মানুষ হিসেবে গড়ে তুলবো।’
র্যালিতে জামায়াত নেতৃবৃন্দ এবং জেলা ও উপজেলা পর্যায়ের শিবির নেতারা অংশ নেন।
আব্দুল হালিম/এআরএস